বাংলাদেশের আদর্শ শিক্ষক ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শিক্ষকদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক শফিউল আলম বকুল, সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম এবং দামুড়হুদা উপজেলার পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী।

পরে শহীদ হাসান চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা জহুরুল ইসলাম ও শফিউল আলম বকুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, “এমপিওভুক্ত শিক্ষকদের ৫০% বাড়িভাড়া, ১০০% বোনাস, ১৫শ টাকা চিকিৎসা ভাতা, এবতেদায়ি মাদরাসা ও নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তকরণ এবং অবসর ভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত প্রদানের দাবি জানাচ্ছি। সরকারের প্রতি আহ্বান—শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে বাস্তবায়ন করা হোক, নইলে আমরা রাজপথে নামবো।”

সমাবেশে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের ন্যায্য দাবি উপেক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অবিচার করা। সরকারকে অবশ্যই এসব দাবি বাস্তবায়ন করতে হবে।”

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি শাহজাহান আলী, জেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর হোসেন, জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সহ-সভাপতি জহুরুল ইসলাম মামুন, প্রিন্সিপাল আব্দুল লতিফ কলম, মাওলানা জুলফিকার আলী, প্রিন্সিপাল রুহুল আমিন প্রমুখ।