পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যার সাড়া’— এ প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের কোর্টমোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন বিশ্ব বসতি দিবসের তাৎপর্য নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শহিদুল হাসান ও শফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সুজাত কাজী, এবং বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় জেলা প্রশাসক বলেন,“যেখানে মানুষের প্রয়োজনীয় চাহিদা পূরণ হয়, সেখানেই বসতি গড়ে ওঠে। ভবন নির্মাণে দায়িত্বশীল হতে হবে, সঠিক উপকরণ ব্যবহার না করলে স্থায়িত্ব থাকে না। সরকারি ভবনগুলোতেও যত্নবান হতে হবে যেন অন্তত ৫০ বছর টিকে থাকে।