দেশব্যাপী টাইফয়েড প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫।
রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার।
এসময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
এই ক্যাম্পেইনের মাধ্যমে খুলনা মহানগরের ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১ লক্ষ ৭২ হাজার ৩৭০ জন ছেলে ও মেয়েকে বিনামূল্যে টাইফয়েড টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পুরো মহানগরকে ৪টি জোনে ভাগ করা হয়েছে। ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ২৫২ জন টিকাদানকর্মী ও ৩৫০ জন স্বেচ্ছাসেবক এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, স্কুল ও মাদরাসার পাশাপাশি ওয়ার্ডভিত্তিক ইপিআই সেন্টারেও টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। টিকা নেওয়ার আগে জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মো. ফিরোজ সরকার বলেন,
“টাইফয়েড প্রতিরোধে এ টিকা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুরা যেন স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষিত থাকে, এজন্য সবার অংশগ্রহণ প্রয়োজন।