খুলনায় শিশু অধিকার ও শিশুর কল্যাণের গুরুত্ব তুলে ধরে সোমবার (৬ অক্টোবর) শিশু অধিকার সপ্তাহ এবং বিশ্ব শিশু দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানটি জেলা শিশু একাডেমি আয়োজিত এবং খুলনা জেলা প্রশাসন ও খুলনা মহিলা বিষয়ক দপ্তরসহ ইসলামিক রিলিফ বাংলাদেশ সহযোগিতায় সম্পন্ন হয়।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, শিশুরা দেশের আগামী দিনের নেতৃত্ব। তাদের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার নিশ্চিত করতে হবে। কোনো শিশুর প্রতি চাপ প্রয়োগ করা যাবে না; বরং স্নেহ, জ্ঞান ও স্বাধীন চিন্তাধারায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় শিশুদের জন্য বাসযোগ্য ও শিশুবান্ধব পরিবেশ তৈরির গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: সাদ্দাম হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম এবং মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা। অনুষ্ঠানের শেষে শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।