দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য হলে এখানে দিন) খুলনার ডুমুরিয়া উপজেলার জলাবদ্ধতা কবলিত বিভিন্ন এলাকা ও সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন।
প্রচণ্ড বৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুরবস্থা দেখতে তিনি সকালে আশ্রয়কেন্দ্রগুলো ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দুটি সাইক্লোন সেন্টার পরিদর্শন করে আশ্রয়কেন্দ্রগুলোর ব্যবহারযোগ্যতা বৃদ্ধি এবং দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজাওয়ানুর রহমান, খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ বায়েজিদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
পরে উপদেষ্টা বাগেরহাট জেলার দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।