কিশোরগঞ্জে আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৯ লাখ ৫৬ হাজার ৭৭৪ শিশুকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে পরামর্শমূলক সভায় এই তথ্য জানানো হয়।

সভায় জেলা প্রশাসক ফৌজিয়া খান সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. সাইফুল আলম। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মুমেন এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম।

সভায় জানানো হয়, স্কুল-মাদ্রাসায় প্রায় ৪০% এবং কমিউনিটি পর্যায়ে ১০% শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও বহির্ভূত নির্ধারিত ইপিআই টিকাদান কেন্দ্রে ১ ডোজ টাইফয়েড টিকা নিতে পারবে। পূর্বে টিকা নেওয়া শিশুদেরও এই ক্যাম্পেইনে পুনরায় ১ ডোজ টিকা গ্রহণের সুযোগ থাকবে।

টিকাদান প্রক্রিয়া চার ধাপে হবে: অনলাইনে নিবন্ধন, টিসিভি কর্মসূচিতে নিবন্ধন, টিকাদান কার্ড ডাউনলোড এবং নির্ধারিত কেন্দ্রে কার্ড দেখিয়ে টিকা গ্রহণ। সভায় গণমাধ্যমকর্মীদের জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।