রাজবাড়ীর কালুখালীতে পাটবীজ উৎপাদনকারী কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তর।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৭৫ জন কৃষক ও কৃষাণি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন —
কৃষিবিদ মরিয়ম বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোহাম্মদ লুৎফর আমিন, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আবু রায়হানসহ অন্যান্য কর্মকর্তা ও কৃষক প্রতিনিধিবৃন্দ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পাটবীজ উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বীজ সংরক্ষণ, মাটির উর্বরতা রক্ষা ও রোগবালাই প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।