রাজবাড়ীর কালুখালীতে ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে শিক্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় কালুখালী সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম. আখতারুজ্জামান, অবসরপ্রাপ্ত অধ্যাপক, ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ আবদুল হামিদ খান, অধ্যক্ষ, কালুখালী সরকারি কলেজ; এস এম শাহজাহান সিরাজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মাগুরা সদর; এবং পারভেজ খান, সাব-রেজিস্ট্রার, ভাঙ্গা, ফরিদপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর সাধারণ সম্পাদক আল মুয়ীদ খান।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী, শিক্ষা উৎসব পরিচালনা কমিটির আহ্বায়ক কাসমিন সিদ্দিকী কলি, শিক্ষা ও গবেষণা সম্পাদক তামিম আরবি তিশামনি, দপ্তর সম্পাদক রায়হান খান, প্রচার সম্পাদক আকিবুল ইসলাম ইমন, অর্থ সম্পাদক শশী চৌধুরীসহ ক্লাবের অন্যান্য সদস্য ও অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেয় চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান, কুইজ, সঠিক উচ্চারণ ও রচনা প্রতিযোগিতায়।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে ১৩০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল।
পুরো আয়োজন জুড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও প্রাণবন্ত পরিবেশে উৎসবটি পরিণত হয় এক অনুপ্রেরণামূলক শিক্ষানুষ্ঠানে।