খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে ধ্রুপদী নৃত্য প্রতিযোগিতা। শুক্রবার রাতে ধ্রুপদী ড্যান্সারস অ্যাসোসিয়েশন অব কুয়েট-এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ও খুলনা বিশ্ববিদ্যালয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাইরের প্রতিষ্ঠান মিত্রগ্রাম একাডেমি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রতিটি দলকে ক্রেস্ট, সনদপত্র ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
ধ্রুপদী ড্যান্সারস অ্যাসোসিয়েশন অব কুয়েটের চেয়ারম্যান শাহরিয়ার ইসলাম জানান, ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানকে ঘিরে পুরো কুয়েট ক্যাম্পাস পরিণত হয়েছিল এক সাংস্কৃতিক মিলনমেলায়।