এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ। পাস ও জিপিএ–৫ প্রাপ্তির হারে এবারও মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
চলতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ৯৯ হাজার ৫৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৫৭ হাজার ৫২৪ জন এবং ছেলে পরীক্ষার্থী ৪২ হাজার ৫২ জন।
মোট পাস করেছে ৪৮ হাজার ৬৫৭ জন। এর মধ্যে মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ, আর ছেলেদের ৪২ দশমিক ৭০ শতাংশ।
এ বছর জিপিএ–৫ পেয়েছে মোট ২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ৭৪৯ জন মেয়ে এবং ৯৫৮ জন ছেলে।
কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ পাস করেছে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান, আর ৯টি প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি।