কুমিল্লায় ১০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত খাইরুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকায় হাসপাতাল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস. মোর্শেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এ কে মুর্শেদ খান।

এসময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু ইউসুফ, ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দিন, হাসপাতালের ভূমিদাতা ও সাবেক সচিব এ. টি. এম. শামছুল হকের স্ত্রী রাবেয়া হকসহ অন্যান্যে অতিথিবৃন্দ।

উল্লেখ্য, সাবেক সচিব এ. টি. এম. শামছুল হক কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র বিষ্ণুপুরে তাঁর পৈতৃক সম্পত্তি থেকে ১ একর ২৫ শতাংশ জমি হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপনের জন্য দান করেন।