কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা নানা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছেন।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কাপ্তাই-চট্টগ্রাম সড়কের কাপ্তাই উপজেলা সদরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেনের নেতৃত্বে শিক্ষকবৃন্দ এই কর্মসূচি বাস্তবায়ন করেন। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই বড়ইছড়ি কর্নফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, সাক্রাছড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ তনচংগ্যা এবং অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।

মানববন্ধনে শিক্ষকরা জানান, রাজধানী ঢাকায় ১২ অক্টোবর আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এবং যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে:

  • বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ করা হোক

  • চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা হোক

  • চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা করা হোক