কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আজ (১২ অক্টোবর) থেকে শুরু হয়েছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রম। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ১ লাখ ৮ হাজার ৯শ’ ৭৫ জন শিশু-কিশোরকে টিকা দেওয়া হবে।
উপজেলার কটিয়াদী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিক।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ কোরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার, সহকারী শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. ঈশা খানসহ অনেকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে, এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৪১টি কেন্দ্রে শিশুদের টিকা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশে এখনও শিশুদের টাইফয়েডে মৃত্যুর ঘটনা ঘটে, যা আমাদের জন্য লজ্জার। আমরা ডায়রিয়া, রাতকানা রোগসহ বহু রোগ প্রতিরোধ করেছি; এবার টাইফয়েড প্রতিরোধেও সফল হবো ইনশাআল্লাহ।