কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪১০ জন কৃষক এ সহায়তা পাচ্ছেন।
প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সারসহ শীতকালীন ফসলের বীজ দেওয়া হয়। মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম, যিনি আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন সানি, এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মইনুল ইসলামসহ অন্যান্য কর্মীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া বলেন,
“২০২৫-২৬ অর্থবছরের সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌর এলাকার ৪১০ জন প্রান্তিক কৃষককে এ সহায়তা দেওয়া হচ্ছে।”