দেশে নিম্নমানের ওষুধ ও ভেজাল ওষুধের প্রবণতা বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়েছে।
সাম্প্রতিক এক অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তর রাজধানীসহ বিভিন্ন জেলায় বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করেছে। এসব ওষুধের মধ্যে ছিল ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক এবং জ্বরের ওষুধ—যেগুলো সঠিক মান নিয়ন্ত্রণ ছাড়াই বাজারজাত করা হচ্ছিল।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভেজাল ওষুধ খেলে অনেক সময় রোগ সারার পরিবর্তে আরও জটিলতা তৈরি হয়, এমনকি রোগীর জীবন ঝুঁকির মুখে পড়ে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (BMA) বলছে, ভেজাল ওষুধ রোধে কঠোর শাস্তির পাশাপাশি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর আরও নজরদারি বাড়াতে হবে।
জনগণকে সতর্ক করে বিশেষজ্ঞরা বলেছেন, ওষুধ কেনার সময় অবশ্যই অনুমোদিত ফার্মেসি থেকে ক্রয় করতে হবে এবং হেলথ রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে নিতে হবে।