মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়াকালী কিশোর স্কুল এন্ড কলেজে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সারাদেশের ন্যায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে তারা এই কর্মসূচি পালন করছেন মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য মূল বেতনের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে।

এছাড়া গত ১২ অক্টোবর রাজধানীতে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদেও শিক্ষকরা এই কর্মবিরতি অব্যাহত রেখেছেন। আন্দোলনরত শিক্ষকরা জানান, দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন।

হাসাড়াকালী কিশোর স্কুল এন্ড কলেজে কর্মবিরতি চলাকালে স্বাভাবিক পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও ক্লাস না হওয়ায় তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছে।

শ্রীনগর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মো. আইয়ুব খান বলেন, “আমরা সরকারের কাছে শুধু ন্যায্য দাবিগুলোর বাস্তবায়ন চাই। যতদিন না দাবি পূরণ হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।”

শিক্ষক-কর্মচারীদের দাবিগুলো হলো—

  • মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান

  • চিকিৎসা ভাতা ১৫০০ টাকায় উন্নীতকরণ

  • এমপিওভুক্ত কর্মচারীদের জন্য মূল বেতনের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান

কর্মবিরতির ফলে প্রতিষ্ঠানজুড়ে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত সমাধান আশা করছেন। শিক্ষকরা জানিয়েছেন, দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।