আজ মধ্যরাত থেকে সমুদ্র ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। আগামী ২২ দিন এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময়ে মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
অবরোধের বিষয়ে জেলেদের সচেতন করতে জেলাজুড়ে মাইকিং করা হয়েছে। ফলে শুক্রবার সকাল থেকে বঙ্গোপসাগরে অবস্থানরত অধিকাংশ মাছধরা ট্রলার মহিপুর ও আলীপুর মৎস্যবন্দরের শিববাড়িয়া নদীতে ফিরে এসেছে।
জেলেরা জানান, গত কয়েকদিন ধরে তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ায় তারা কিছুটা খুশি হলেও হঠাৎ শুরু হওয়া এ নিষেধাজ্ঞা তাদের দুশ্চিন্তায় ফেলেছে। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকার কর্তৃক প্রদেয় প্রণোদনা যথেষ্ট নয় বলে তারা দাবি করেছেন। একইসাথে পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন ঠেকাতে সমুদ্রে টহল জোরদারের আহ্বান জানিয়েছেন।