ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে ক্যাথসোমার এলাকার ইষ্টিকুঠুম রেস্টুরেন্টের হল রুমে সোমবার (২৭ অক্টোবর) ইউরোপ মজলিস অ্যাসোসিয়েটের উদ্যোগে এক বর্ণাঢ্য ইউরোপ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ইউরোপ জোনের সহকারী পরিচালক ক্বারী আব্দুল মুকিত আজাদ এবং সঞ্চালনা করেন ফ্রান্স মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম। দিনব্যাপী এ কনফারেন্সে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির ছালেহ। তিনি বলেন,
“ইসলাম ও মানবাধিকারের লড়াই শুধুমাত্র নীতির নয়, এটি মানবতারও প্রশ্ন। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মনিরুজ্জামান জমাদ্দার, সাবেক সভাপতি ইতালি মজলিস;
মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন, সভাপতি ফ্রান্স মজলিস;
মাওলানা হুমায়ূন রশীদ রাজী, সভাপতি ইতালি মজলিস;
আলহাজ্ব এনামুর রহমান, সহসভাপতি যুক্তরাজ্য নর্থ জোন;
মাওলানা হুমায়ূন রশীদ নূরী, সহসভাপতি ইতালি মজলিস;
আলহাজ্ব কবি মুফিদুল গনী মাহতাব, সহসভাপতি যুক্তরাজ্য নর্থ;
মাওলানা আব্দুল করিম, সহ-সেক্রেটারি যুক্তরাজ্য সাউথ;
মাওলানা এ.এফ.এম. শুয়াইব ও আব্দুল করিম উবায়েদ, সহ-সেক্রেটারি যুক্তরাজ্য নর্থ;
এবং আলহাজ্ব খসরু খান ও ড. ওহিদুল আলম, নির্বাহী সদস্য যুক্তরাজ্য নর্থ।
এছাড়া বক্তব্য রাখেন—
মুহাম্মদ আল ইসলাম, বায়তুল মাল সম্পাদক যুক্তরাজ্য নর্থ;
ড. আযাবুল হক, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা নুফাইছ আহমদ বরকতপুরী, মাওলানা আনিছুর রহমান, মাওলানা দেলোয়ার হোসাইন,
মাওলানা কাওসার উদ্দিন (সভাপতি, ফ্রান্স মজলিস প্যারিস মহানগর),
মুফতি হাবিবুর রহমান, মাওলানা শিব্বির আহমদ (সাধারণ সম্পাদক, স্পেন শাখা)
ও মাওলানা শামীম আহমদ (ইতালি)।
কনফারেন্সে ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের নিজ নিজ শাখার বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সমাপনী অধিবেশনে ইসলামী আদর্শ, ন্যায়ভিত্তিক সমাজ ও মানবকল্যাণে অঙ্গীকার পুনর্ব্যক্তের মধ্য দিয়ে কনফারেন্সের কার্যক্রম শেষ হয়।