ফ্রান্সের উপকণ্ঠ স্থাঁ সিটিতে স্থাঁ ইসলামিক সেন্টারের উদ্যোগে রবিবার সেন্টারের বলরুমে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ‘প্যারেন্টিং সেমিনার’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের খতিব হাফিজ আবুল হোসাইন খান। সেমিনারটি পরিচালনা করেন সেন্টারের ইমাম আহমদ উল ইসলাম, এবং সভাপতিত্ব করেন মাদ্রাসা বিভাগের সভাপতি নুরুল ইসলাম।
এ সময় আলোচনায় অংশ নেন ইসলামিক সেন্টারের সভাপতি সালাহ উদ্দিন ও পরিচালক জালাল আহমদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“প্রযুক্তির উৎকর্ষতার এ যুগে ‘ডিভাইস প্রজন্ম’ নিয়ে অভিভাবকদের উদ্বেগ দিন দিন বাড়ছে। সন্তান প্রতিপালনের চ্যালেঞ্জ এখন এক নতুন মাত্রায় পৌঁছেছে। কেবল প্রত্যাশা করলেই সুসন্তান গড়ে ওঠে না—এর জন্য প্রয়োজন সচেতনতা, সময় ও সঠিক দিকনির্দেশনা।”
তিনি আরও বলেন,
“প্যারেন্টিং স্কিল এখন আর বিলাসিতা নয়; এটি আধুনিক সমাজে এক অনিবার্য বাস্তবতা। সন্তানের নৈতিক ও মানসিক বিকাশে সচেতন পিতামাতার ভূমিকা অপরিহার্য।”
সেমিনারে অংশগ্রহণকারীরা অভিভাবকত্ব, প্রযুক্তির ব্যবহার, শিশুদের মানসিক বিকাশ ও ইসলামিক দৃষ্টিকোণ থেকে সন্তান প্রতিপালনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।