বিজিএমইএ সভাপতি, কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, “বিএনপি ক্ষমতায় গেলে দেশের সর্বস্তরে উন্নয়ন হবে। শিক্ষা, চিকিৎসা, কৃষি, সড়ক যোগাযোগসহ সব খাতে আমূল পরিবর্তন আনা হবে।”
তিনি বলেন, “নির্বাচন সামনে। এর আগে আমরা দেখেছি, দিনে নয়—রাতে ভোট হয়েছে। ভোটাররা ভোট দিতে যাওয়ার আগেই ভোট শেষ হয়ে গেছে। কোথাও কোথাও ১০২ শতাংশ ভোটও পড়েছে। এসব দেখে দেশের মানুষ অতিষ্ঠ। ১৬ বছরের সংগ্রাম, তরুণদের ত্যাগ এবং আল্লাহর রহমতে আজ আমরা একটি অন্তর্বর্তী সরকার পেয়েছি। আশা করি এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে, যেখানে মানুষ নিজে ভোট দিতে পারবে।”
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নে বিএনপির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিল। এই কর্মসূচি বাস্তবায়ন হলে দেশে আর কোনো স্বৈরাচারী শাসন কায়েম হবে না। বিএনপি সব সময় জনগণের আস্থা অর্জন করেছে—কখনো সরকারে থেকে, কখনো বিরোধী দলে থেকেও দায়িত্বশীল ভূমিকা রেখেছে।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আমাদের প্রধান প্রতিপক্ষ দলটি আজ পর্যন্ত জনগণের ম্যান্ডেট পায়নি। তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতিকে ধর্মের সঙ্গে মিশিয়ে ফেলেছে। বিএনপি প্রতিশ্রুতি দিচ্ছে—আমরা ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করব, দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন পৌঁছে দেব।”
পথসভায় সভাপতিত্ব করেন হাসাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আল মামুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, চুয়াডাঙ্গা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।