চুয়াডাঙ্গার কৃতিসন্তান ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদির চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী নতুন কমিটির অনুমোদন দেন।

ডা. সায়ীদ মেহবুব উল কাদিরকে এ পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গার কৃতি সন্তান শামসুজ্জামান দুদু, বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

রাজনৈতিক জীবনের শুরুতে ডা. সায়ীদ ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা পৌর ২নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক। পরবর্তীতে তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য হন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ও পরবর্তীতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন (১৯৯৬–১৯৯৯)।

তিনি ড্যাব-এর বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন—যেমন কেন্দ্রীয় কার্যকরী সদস্য, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট শাখা ড্যাবের সাধারণ সম্পাদক।

এছাড়া তিনি ২১তম বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি, ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, এবং আন্তর্জাতিক পর্যায়ে এশিয়া প্যাসিফিক অফথালমিক ট্রমা সোসাইটির সেক্রেটারি জেনারেল ও এশিয়া প্যাসিফিক অকুলার অনকোলজি সোসাইটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চিকিৎসা সেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে প্রফেসর এম. এ. মতিন গোল্ড মেডেল লাভ করেন।

বর্তমানে ডা. সায়ীদ মেহবুব উল কাদির জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের একাডেমিক কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।