বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকালে জেলা যুবদলের উদ্যোগে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবু সাইদ মক্ত মঞ্চ সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাছুম সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আরিফ উদ্দীন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল উল্লাহ বিপ্লব ও সদর উপজেলা যুবদলের সভাপতি মোঃ আলী।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও যুবদল প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরেন এবং দেশের ভবিষ্যৎ গঠনে যুবদলের গুরুত্বের ওপর জোর দেন। তারা দলীয় ঐক্য বজায় রাখা ও ভুল বোঝাবুঝি দূর করে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে জেলা যুবদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।