বরিশালের হিজলা উপজেলায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার খুন্না বাজার থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের একটি বিশাল রেলী বের হয়ে উপজেলা পরিষদ মাঠে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু। সভার সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব আমির হোসেন বাঘা, এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন তালুকদার।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে উপজেলার ৬টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ডাকবাংলোতে একত্রিত হন। মিছিল শেষে, সম্প্রতি মৃত্যুবরণকারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উল্লেখযোগ্য, অনুষ্ঠানে হাজার হাজার নেতা ও সমর্থক অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং যুবদলের ঐক্যবদ্ধতা ও শক্তি প্রদর্শন করে।