ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর টাউন হল চত্বরে দক্ষিণ জেলা যুবদলের আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবীর মামুনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু।

সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ দলীয় নেতৃবৃন্দ। পরে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন আহ্বায়ক জাকির হোসেন বাবলু।

শোভাযাত্রাটি পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।