বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “আওয়ামী লীগ তাদের ১৭ বছরের শাসনে রাজনীতি হারিয়েছে, আর জামায়াত ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ভণ্ডামির আশ্রয় নিচ্ছে।”

বুধবার (২২ অক্টোবর) বিকেলে খুলনার রূপসা উপজেলার আলাইপুর মাঠে খুলনা জেলা যুবদলের আয়োজনে উপজেলা ভিত্তিক যুব সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সমাবেশ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

আজিজুল বারী হেলাল বলেন, “আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে তারা দেশ থেকে প্রকৃত রাজনীতি মুছে দিয়েছে। তাদের দুঃশাসন ও নিপীড়নে আজ দেশের মানুষ অতিষ্ঠ। আওয়ামী লীগের রাজনীতি এখন শুধুই ক্ষমতা টিকিয়ে রাখার লড়াই।”

তিনি জামায়াত ইসলামীকে “দ্বিতীয় সারির রাজনৈতিক দল” আখ্যা দিয়ে বলেন, “তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আন্দোলন করে, আবার সেই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রথমে বলে—‘তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন নয়’, কিন্তু শেষ পর্যন্ত ৩শ আসনে প্রার্থী দিচ্ছে। এটি ভণ্ডামি ছাড়া কিছু নয়।”

ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানোর অভিযোগ তুলে আজিজুল বারী হেলাল বলেন, “সরল মানুষদের কাছে গিয়ে ইসলামের নামে মিথ্যা কথা বলা হচ্ছে। ভোটের মাঠে ইসলাম বিক্রি করা হচ্ছে। কিন্তু দেশের ধর্মপ্রাণ মানুষ এখন বুঝে গেছে—ইসলামকে ব্যবহার করে যারা রাজনীতি করে, তারা আসলে ইসলামবিরোধী।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। তিনি ঘোষণা করেন, “আমরা মাঠে থাকবো শেষ পর্যন্ত—অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংগ্রাম চালিয়ে যাবো, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।”

সমাবেশে খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা যুবদলের সদস্যরা এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন রূপসা উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাচ্চু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রুবেল মীর।