আমার বাংলাদেশ (এবি) পার্টির জামালপুর-৫ (সদর) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ছানোয়ার হোসেনকে সংবর্ধনা দিয়েছে সদর উপজেলা এবি পার্টি ও সাধারণ জনগণ।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা এবি পার্টির আয়োজনে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা এবি পার্টির আহ্বায়ক আব্দুল ওয়াহাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি পদপ্রার্থী এডভোকেট ছানোয়ার হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন—জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এমপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া, এবি পার্টি জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এম. এ. খালেক, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট গোলাম কুদ্দুস, পৌর শাখার যুগ্ম সদস্য সচিব মজনু মিয়া, মাহমুদুল হাসান বুলবুল, পৌর আহ্বায়ক নজরুল ইসলাম, মেষ্টা ইউনিয়নের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস তালুকদার এবং এডভোকেট শাহাদাৎ হোসেন হিলি।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এডভোকেট ছানোয়ার হোসেন উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এবি পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।