ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে গৌরীপুর সরকারি মহিলা কলেজের মিলনায়তনে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সভা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, প্রবীণ শিক্ষক ফজর আলী, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানজিল চৌধুরী লিলি, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সহ-সভাপতি সুপ্রিয় ধর বাচ্চু, কৃষিবিদ ফরহাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে। তারা আরও বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই ৩১ দফা হবে বঞ্চিত জনগোষ্ঠীর মুক্তির সনদ।