বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন আর দেশের প্রথম সারির রাজনৈতিক দল নয়; আওয়ামী লীগ রাজনৈতিক মাঠে অনুপস্থিত থাকায় জামাত নিজেদের বড় শক্তি ভাবছে— এমন মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আজিজুল বারী হেলাল বলেন, “জামাত কোনো প্রথম সারির দল নয়, বরং চতুর্থ সারির একটি রাজনৈতিক দল। এখন আওয়ামী লীগ না থাকায় তারা নিজেদের নিয়ে অহংকার করছে।”

তিনি আরও বলেন, “আমি এই অঞ্চলের সন্তান। এক-এগারো ঘটনার কারণে আমার নির্বাচনে অংশগ্রহণ সম্ভব হয়নি। ২০১৮ সালে ধানের শীষের প্রার্থী হলেও আওয়ামী ফ্যাসিস্ট মাফিয়া দিনের ভোট রাতে শেষ করে দেয়। এবার নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ, জনগণ ধানের শীষে ভোট দেবে।”

বিএনপি ক্ষমতায় গেলে জনগণের কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, “আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান হবে। মহিলাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষি কার্ড’ দেওয়া হবে। এতে করে প্রতিটি পরিবার সামাজিক নিরাপত্তার আওতায় আসবে।”

তিনি আরও স্মরণ করেন, “বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষার কথা ভেবে স্কুলের বেতন ফ্রি করেছিলেন এবং বৃত্তির ব্যবস্থা করেছিলেন। আমরা সেই ধারাবাহিকতাই ফিরিয়ে আনতে চাই।”

এসময় তিনি উপস্থিত নারী ভোটারদের উদ্দেশে বলেন, “আপনাদের ভোট ধানের শীষে দিন। বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।”

সভায় সভাপতিত্ব করেন শ্রীফলতলা ইউনিয়ন মহিলা দলের সভাপতি নার্গিস বেগম।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, এবং প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা মহিলা দলের সভাপতি তছলিমা খাতুন ছন্দা।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য শরিফুল ইসলাম বকুল, শাহাবুদ্দিন ইজারাদার, জাহিদ শেখ, ও শামিম জোমাদ্দার প্রমুখ।