বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং মানুষের ভোট ও মৌলিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে—এমন মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী আলহাজ মো. জাকির হোসেন বাবলু।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করে আসছে। বিএনপির আন্দোলন কখনো ক্ষমতার জন্য নয়, বরং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।
শুক্রবার রাতে মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুল হক নুপুর এবং সঞ্চালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সাঈদী মিয়া।
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন, এটিএম ইলিয়াস, ইসহাক সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাকির হোসেন বাবলু বলেন, “দীর্ঘ দেড় যুগ ধরে আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করেছি। এই সময় অসংখ্য নেতা-কর্মী গায়েবি মামলা ও হয়রানির শিকার হয়েছেন, অনেকে ঘরছাড়া জীবন কাটিয়েছেন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে দিন পার করেছেন, তবুও কেউ আন্দোলনের ময়দান ছাড়েনি। বেগম খালেদা জিয়ার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব ও তারেক রহমানের সুদূরপ্রসারী ভাবনা আমাদের দিকনির্দেশনা দিয়েছে।”
তিনি আরও বলেন, প্রয়াত মোশাররফ হোসেনের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় মুক্তাগাছার প্রতিটি ইউনিয়নের টেকসই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।
এদিন সকালে পৌর এলাকার নন্দীবাড়ীতে পৌর মহিলা দলের মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সেখানে সভাপতিত্ব করেন পৌর মহিলা দলের সভাপতি আসমা আক্তার। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি, আরিফ রব্বানী টুটুলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং মহিলা দলের নেতৃবৃন্দ।
বিকেলে কাশিমপুর ইউনিয়নের ঝনকা দাখিল মাদ্রাসা মাঠে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা দলের নেত্রীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জাকির হোসেন বাবলু। সেখানে সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।