বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে কুমিল্লার মনোহরগঞ্জে লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে মনোহরগঞ্জ উপজেলার ঝলম এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সচিব ড. একেএম জাহাঙ্গীর এর নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. জাহাঙ্গীর বলেন,
“বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন। তার আদর্শ ও বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ।”
তিনি আরও বলেন,
“আমি প্রশাসনের শীর্ষ পর্যায়ে কাজ করেছি, তাই স্থানীয় উন্নয়ন ও জনসেবায় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবো। আমার ভাই এটিএম আলমগীর শিল্প ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও দুবারের সংসদ সদস্য ছিলেন। আমি তাঁর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই।”
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় গণমিছিলে অংশ নেন এবং ৩১ দফা লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন।