গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে মহানগর জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (আজ) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে মহানগর জামায়াতের সভাপতি কামরুল এহসান এমরুলের সভাপতিত্বে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিমসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের ৫ দফা দাবি মেনে নিতে হবে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান।

বক্তারা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছেড়ে যাবে না।