খালিশপুর থানা বিএনপি নেতৃবৃন্দ আঞ্চলিক ও জাতীয় উন্নয়নে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আহবান জানিয়েছেন। তাদের মতে, এই ৩১ দফা কার্যকর হলে সমাজ ব্যবস্থা মজবুত হবে, চিকিৎসা সেবা উন্নত হবে এবং জনগণের দুঃখ, অনিয়ম, দুর্নীতি ও ব্যভিচার নির্মূল হবে।
মঙ্গলবার রাতে খালিশপুর ভাষানী ইউনিট বিএনপির আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় এই আহবান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহসান উল্ল্যাহ বুলবুল, সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আঃ হাই কালু। প্রধান অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে তৃণমূল পর্যায়ের সকল নেতা ও কর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানানো হয়। অংশগ্রহণকারীদের প্রতি মানুষের ঘরে ঘরে ৩১ দফা বাস্তবায়নের গুরুত্বও তুলে ধরা হয়।