বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদারকে থানা পুলিশ আটক করেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বড়জালিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে হিজলা থানার চৌকস এসআই মাহমুদুলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে থানা সংলগ্ন এলাকায় একটি বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়, যেখানে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, এনায়েত হাওলাদারের বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে। তার মধ্যে অন্যতম বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদারের মাঠে হামলা ও ভাঙচুর মামলায় তাকে আটক করা হয়েছে।