সার্বজনীন দূর্গাপূজা উপলক্ষে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা, শরিফগঞ্জ, ভাদেশ্বর ও ঢাকাদক্ষিণ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে ফয়সল চৌধুরী বলেন, “বাংলাদেশ ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সম্প্রীতির দেশ। এখানে মানুষের সাথে মানুষের কোনো ভেদাভেদ নেই। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার দেশে ধর্মীয় বিভেদ ও হানাহানি সৃষ্টি করেছিল। পূজার সময় হাঙ্গামা করে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে। তবে দেশের মানুষ এখন সজাগ, আর কোনো ষড়যন্ত্র সফল হবে না।”
তিনি আরও বলেন, “বিএনপি সম্প্রীতি ও সৌহার্দ্যে বিশ্বাসী দল। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে মুসলিম, হিন্দু, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হবে। একটি নিরাপদ ও শান্তির বাংলাদেশ গড়ে তোলা হবে। আমাদের আপোসহীন নেতা তারেক রহমানও এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।”
এসময় তিনি ঘোষণা দেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বা দেশের যেকোনো স্থানে সনাতন ধর্মাবলম্বীরা সমস্যায় পড়লে বিএনপির নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবেন।
পূজামণ্ডপ পরিদর্শনে স্থানীয় মন্দির ও পূজা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ভক্তরা উপস্থিত ছিলেন। এছাড়াও গোলাপগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী ফয়সল চৌধুরীর সাথে ছিলেন।