অবৈধভাবে সরকারি সুবিধা ও চাঁদা না দেওয়ায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাঙচুর করেছেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. বায়েজিদ আহম্মেদ কালু। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এ দিন ওই ইউনিয়ন পরিষদ সংলগ্ন বঙ্গ বাজারে মানববন্ধন করেন বায়েজিদ কালুর লোকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন উপজেলা যুবদল নেতা বায়েজিদ আহম্মেদ কালু তার অনুসারীদের নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মিছিলসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল পাশার বাসভবনের সামনে যান। পরে চেয়ারম্যানকে না পেয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশ করে প্রশাসনিক কর্মকর্তা ও ইউডিসি উদ্যোক্তার কক্ষে ভাঙচুর চালান তারা। এতে পরিষদের চেয়ার-টেবিল, কক্ষের দরজা ও কম্পিউটার ভাঙা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ নথি