রাজবাড়ীর কালুখালী উপজেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে উন্নত জাতের মুরগি ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক উপকারভোগীকে ২৫টি উন্নত জাতের মুরগি ও ৩ বস্তা (৭৫ কেজি) চিকেন ফিড প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ্, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতনসহ প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন জানান,
“প্রকল্পের আওতায় আজ রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের চরাঞ্চলের মোট ৮০ জন উপকারভোগীর মাঝে ২৫টি করে উন্নত জাতের মুরগি ও ৭৫ কেজি করে খাদ্য বিতরণ করা হয়েছে।”

তিনি আরও জানান, এর আগে ২১ জন ছাগল ও ৭৫ জন ভেড়া পালনকারী উপকারভোগীর মধ্যেও ২৫ কেজি করে খাবার বিতরণ করা হয়।

স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, এ উদ্যোগের মাধ্যমে চরাঞ্চলের কৃষক ও পশুপালকদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে কাজ করছে সরকার।