নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ‘ভ্যালু চেইন উপ-প্রকল্পের’ আওতায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে রিভন এগ্রো কম্পোস্ট সার উৎপাদন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহযোগিতায় আরএমটিপি প্রকল্পের মাধ্যমে জয়রামপুর গ্রামের শেখপাড়ায় প্রকল্পটির উদ্বোধন করেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিভন এগ্রো কম্পোস্ট সার উৎপাদন প্রকল্পের স্বত্বাধিকারী আনোয়ারুল হক,
এবং সঞ্চালনা করেন আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর (খামার যান্ত্রিকীকরণ) আশরাফুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের ইফতেখার হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন
-
গভর্নিং পরিষদের সদস্য শামীম আরা প্রভাতী,
-
ওয়েভ ফাউন্ডেশনের উপদেষ্টা আহম্মেদ বোরহান উদ্দিন,
-
আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক ডা. এ এস এম শহীদ,
-
জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।
উদ্যোক্তা পর্যায়ে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ভার্মি কম্পোস্ট সার উৎপাদক ইরফান বিশ্বাস,
তৌফিক এগ্রো সাপোর্টের স্বত্বাধিকারী তৌফিক ইসলাম,
রিভন এগ্রোর স্বত্বাধিকারী মনিরুজ্জামান,
এবং সাজেদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।