বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, “মুক্তিযোদ্ধারা হলো আমাদের সবচেয়ে গর্বের ধন। ১৯৭১ সালে দেশ স্বাধীন করার সুযোগ বা ১৯৫২ সালে ভাষার জন্য রক্ত দেয়ার সুযোগ আর কেউ পাবে না। তাই আমরা যে অবস্থানেই থাকি না কেন, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।”
শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় দিনাজপুরের হিলিতে কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সাথে পরিচিতি, মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহম্মেদ বিপুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন—দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আকরাম হোসেন মণ্ডল, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, বীর মুক্তিযোদ্ধা শামসুল হকসহ অনেকে।