বাগেরহাট জেলা শাখার উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শনিবার (১১ অক্টোবর) শহরে আনন্দমুখর মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে। খানজাহান আলী মাজার মোড় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এনসিপি জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় এনসিপির কেন্দ্রীয় ও জেলা নেতৃত্ব, ইউনিয়ন ও উপজেলা নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ বলেন, “এনসিপি একটি তরুণ ও জনমুখী রাজনৈতিক দল। আমাদের লক্ষ্য দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন প্রতিষ্ঠা করা। শাপলা প্রতীক আমাদের ঐক্য, শান্তি ও উন্নয়নের প্রতীক।”
শোভাযাত্রার পুরো সময় শহর জুড়ে “শাপলা আমাদের প্রতীক চাই” স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বক্তারা উল্লেখ করেন, জুলাই বিপ্লবের অঙ্গীকার ও নাহিদ ইসলামের নেতৃত্বে গড়ে ওঠা তরুণ প্রজন্ম বাগেরহাটে দলের শক্ত অবস্থান নিশ্চিত করছে।