আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে দিঘলিয়ায় উপজেলা ভিত্তিক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। “যুব সমাজের অঙ্গীকার, ফেরাতে হবে ভোটের অধিকার” শ্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠিত সমাবেশে হেলাল বলেন, বিএনপি গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য দীর্ঘদিন আন্দোলন করেছে এবং ক্ষমতায় এলে খুলনার বন্ধ পাটকল চালু করে বেকার শ্রমিকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হোক এবং ধর্মকে রাজনীতির পুঁজি হিসেবে ব্যবহার করা যাবে না। হেলাল দিঘলিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন ও শান্তিপূর্ণ সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ ও ব্যাংক লুট, ঋণখেলাপি ও অর্থপাচারের মতো সমস্যার কথা তুলে ধরে উল্লেখ করেন, বিএনপি ও জাতীয় ঐক্যের সরকারই এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।

প্রশাসনের উদ্দেশ্যে হেলাল বলেন, যারা অন্যায় করে, মানুষের জমি দখল করে বা চাঁদাবাজি করে, তাদের বিরুদ্ধে দল নির্বিশেষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের গুরুত্বের কথাও তুলে ধরে তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনই বাংলাদেশের পরিবর্তনের একমাত্র পথ।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েত, বিশেষ বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির বিভিন্ন নেতৃত্বসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত-ই-এলাহি স্পিকার, সঞ্চালনা করেন সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন।

আজিজুল বারী হেলাল সমাবেশ শেষে বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে পররাষ্ট্রনীতি হবে ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’, এবং সীমান্ত, অর্থনীতি ও রাজনীতিতে কোনো বিভাজন থাকবে না; আমাদের লক্ষ্য হলো ঐক্য, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন।