ফরিদপুরে পুলিশ ও স্থানীয় প্রশাসন ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা করছে— এমন অভিযোগ করেছেন ফরিদপুর-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি সাবেক সংসদ সদস্য এ.কে. আজাদ ও আওয়ামী লীগের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
নায়াব ইউসুফ বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণসংযোগকালে বিএনপিকে উদ্দেশ্য করে উস্কানিমূলক স্লোগান দিয়েছে, যার জেরে পরমানন্দপুরে উত্তেজনা সৃষ্টি হয়। অথচ ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে এ.কে. আজাদ মনগড়া তথ্য প্রচার করে আমার ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “ফরিদপুরে আবারও আওয়ামী দুঃশাসন শুরু হয়েছে। এ ঘটনার পর থেকে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে।”
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, রাসিদুল ইসলাম লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে এ.কে. আজাদের বিরুদ্ধে একটি ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।