আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার দাবিতে পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ৫ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের নেতৃত্বে জামায়াতের একটি মিছিল পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে পৌঁছে। পরে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের হাতে স্মারকলিপিটি তুলে দেয়।
স্মারকলিপিতে উত্থাপিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে—
১️⃣ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও এ বিষয়ে গণভোট আয়োজন,
২️⃣ জাতীয় সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু,
৩️⃣ সকল দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করে নির্বাচনী পরিবেশ সৃষ্টি,
৪️⃣ সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও দমন-নিপীড়নের বিচার নিশ্চিত করা,
৫️⃣ আওয়ামী লীগ সরকারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা।
জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন,
“জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই ৫ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।