পিরোজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকার প্রদর্শন করা হয়েছে। একইসঙ্গে উপস্থিত জনসাধারণের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
শনিবার (১৮ অক্টোবর) রাতে জেলার ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মুন্সীরহাট বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান।
দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানস্থলে একত্রিত হয়ে সাক্ষাৎকার প্রদর্শনীটি উপভোগ করেন। পুরো সময়জুড়ে দর্শকদের মধ্যে গভীর আগ্রহ ও উদ্দীপনা দেখা যায়। উপস্থিত অনেকে জানান, তারেক রহমানের যুক্তি, প্রজ্ঞা ও দেশপ্রেম তাদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে।
অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকসহ চন্ডিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।