পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিকে জুলাই সনদের অংশ হিসেবে অন্তর্ভুক্ত ও গণভোটের মাধ্যমে অনুমোদনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার সকালে শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলা, উপজেলা ও শহর শাখার নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে জেলা আমির আলী আজম মোহাম্মদ আবুবকর, নায়েবে আমির আব্দুল আলীম, সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি কাজী ছগীর আহমেদসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন,

“জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় পিআর পদ্ধতির বিকল্প নেই। তাই এটি দ্রুত জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিতে হবে।”

তারা আরও দাবি জানান—
১️ জাতীয় পার্টি নিষিদ্ধ ঘোষণা,
২️ আওয়ামী লীগ আমলের সব হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার,
৩️ রাজনৈতিক বন্দিদের মুক্তি,
৪️ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ মোট ৫ দফা বাস্তবায়নের।