কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন,
“যারা নির্বাচনকে ভয় পায়, তারা আসলে দেশের উন্নয়ন চায় না। ভোটের রাজনীতি মানে জবাবদিহি — আর সেই জবাবদিহি থেকে পালিয়েই আজকের শাসকগোষ্ঠী নির্বাচন এড়িয়ে চলতে চায়।”
তিনি বলেন, “জনগণের রায়কে ভয় না পেলে সবাই নির্বাচনে আসুক। বিএনপি বিশ্বাস করে, জনগণের ভোটেই প্রকৃত উন্নয়ন সম্ভব। আমরা চাই একটি দায়বদ্ধ ও নির্বাচিত সরকার।”
শুক্রবার দুপুরে খুলনার দৌলতপুর থানার ৬নং ওয়ার্ড বিএনপি’র বিএল কলেজ সেন্টারের সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কালাম খান।
রকিবুল ইসলাম বকুল বলেন, “খুলনা-৩ আসনে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করে, অথচ এখনো একটি আধুনিক হাসপাতাল নেই। বিএনপি ক্ষমতায় এলে এখানেই আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে ইনশাআল্লাহ।”
তিনি তরুণদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে এক কোটি তরুণের চাকরির ব্যবস্থা করা হবে।”
মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “কর্মসংস্থান বাড়াতে পারলে তরুণদের অর্ধেককে মাদক থেকে ফেরানো সম্ভব। বাকিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমেই তরুণ সমাজকে সঠিক পথে রাখা যাবে।”
বক্তব্যের শেষ অংশে তিনি বলেন, “বিএনপি অতীতেও জনগণের জন্য কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত দেশকে স্বনির্ভর করেছিলেন। আমরা সেই ধারাবাহিকতায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশকে আবারও এগিয়ে নিতে চাই।”
সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, মো. বারেক খান, খন্দকার কামরুল ইসলাম, মো. তৈয়বুর রহমান, মোবারক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।