বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহের নান্দাইলে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী এই কর্মসূচির নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মামুন বিন আব্দুল মান্নান। তিনি নান্দাইল চৌরাস্তা বাজার ও আশপাশের জনবহুল এলাকায় সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন।

এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে মামুন বিন আব্দুল মান্নান বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের মানুষ ন্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে।”