বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের মোংলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে দিগরাজ এলাকায় আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল-ফকিরহাট) আসনের মনোনয়নপ্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

বৈঠকে তিনি উপস্থিত নারী-পুরুষের মাঝে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন এবং এর মূল বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হবে। পরিবেশ রক্ষায় এ পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “মোংলা নদীতে এমনভাবে ঝুলন্ত সেতু নির্মাণ করা হবে যাতে নদীর প্রাকৃতিক প্রবাহ ব্যাহত না হয়। পাশাপাশি নদীর পাড়ে টেকসই ভেড়িবাঁধ নির্মাণেরও উদ্যোগ নেওয়া হবে।”

ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “তারেক রহমান প্রত্যেক জনপদের খোঁজ রাখেন এবং জনগণের সমস্যাগুলো নিয়ে ভাবেন। আগামীতে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এই জনপদ উন্নয়নে কাজ করবে।”

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, স্থানীয় নেতা হাবিব বিশ্বাস, মো. জুলফিকার আলী, পংকজ বিশ্বাস, মো. মাহবুব, মোস্তাফিজুর রহমান জনি, মো. জিয়া, সোহেল বাবু, মো. গোলাম ও ওমর ফারুক প্রমুখ।