“সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে শুরু হয়েছে বিএনপির গণমুখী প্রচারণা ও উঠান বৈঠক কর্মসূচি।

শুক্রবার সকালে বোদা পৌরসভার ভাসাইনগর এলাকা থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

এই কর্মসূচির অংশ হিসেবে বোদা পৌর এলাকার ৯টি ওয়ার্ডে অনুষ্ঠিত হয় ৯টি উঠান বৈঠক। সকাল থেকে রাত পর্যন্ত চলে গণসংযোগ ও গণমুখী প্রচারণা কার্যক্রম।

প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট ছিল। জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে এই সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।”

তিনি আরও বলেন, “ধর্ম যার যার, দেশ সবার—এই নীতিতে বিএনপি বিশ্বাসী। প্রতিটি মানুষ যাতে সম্মান, নিরাপত্তা ও সমান অধিকার নিয়ে দেশ গঠনে অংশ নিতে পারে, সেই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে।”

আজাদ অভিযোগ করে বলেন, “নির্বাচনকে সামনে রেখে একটি দল ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তারা ঘরে ঘরে গিয়ে মহিলাদের বোঝাচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। অথচ এই দলই অতীতে বিএনপির সঙ্গে জোট করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছে। তখন যারা ভোট দিয়েছেন বা শহীদ হয়েছেন, তারা কি দোযখে গেছেন?”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মকে ব্যবহারকারীদের ভাঁওতাবাজি থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

আগামীতে ক্ষমতায় এলে বিএনপি সরকারের পরিকল্পনা তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, “জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, যার মাধ্যমে মাসিক নগদ অর্থ, বিনামূল্যে চিকিৎসা, এবং উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। ক্ষমতা গ্রহণের ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে, যার মাধ্যমে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে সরবরাহ করা হবে।”

গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন—বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময়, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ, আব্দুল্লাহ আল মারুফ অনু, মামুনুর রশিদ দুলু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল রানা, পৌর মহিলা দলের আহ্বায়ক মজিদা বেগমসহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।