জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করার দাবিতে সিলেটে জামায়াতের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে নগরীর শহীদ মিনারস্থ চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু হয়ে মানববন্ধনটি জিন্দাবাজার-বন্দরবাজার হয়ে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত বিস্তৃত হয়।

আয়োজনে সিলেট মহানগর জামায়াতের বিভিন্ন শাখার হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধন পরিচালনা করেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল।

সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “দুই হাজার শহীদের ত্যাগে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। অথচ সেই দেশে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য এখনো আন্দোলন করতে হচ্ছে—এটি শহীদদের রক্তের প্রতি অবিচার।”

তিনি আরও বলেন, “ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। তবে এর আগে নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি জামায়াতের ৫ দফা দাবি মেনে নিতে হবে, নইলে জনতার আন্দোলন অগ্নিস্ফুলিঙ্গে পরিণত হবে।”

ফখরুল ইসলাম দাবি করেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও জামায়াতের পাঁচ দফা দাবির প্রতি জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দল একমত। “শুধু একটি দলের কারণে গণভোট নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে,” বলেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা নায়েবে আমীর ও সিলেট-৫ আসনে প্রার্থী হাফিজ আনোয়ার হোসাইন খান, জেলা সেক্রেটারি ও সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, এবং ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ।

কোর্টপয়েন্ট এলাকায় অনুষ্ঠিত পৃথক মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, ও মহানগর সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন।