জামালপুর সদর উপজেলার কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে কেন্দুয়া ইউনিয়ন মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সমাবেশের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন মিলন।
জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো. শফিউর রহমান শফি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক একেএম আজাদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান রোকনসহ জেলা, উপজেলা এবং কেন্দুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন,
“কেন্দুয়া ইউনিয়ন মহিলা দলের আজকের এই সমাবেশ আমার জানামতে জামালপুর জেলায় সর্ববৃহৎ মহিলা সমাবেশ। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মহিলারা হবে পরিবর্তনের শক্তি। ইনশাআল্লাহ, তাদের সর্বোচ্চ ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”